কুমিল্লা: কুমিল্লায় লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের দ্বাদশ ব্যবসায় শিক্ষা শাখার ২য় বর্ষের ছাত্রী স্মৃতি আক্তার (১৮) আত্মহত্যা প্ররোচণার অভিযোগে ছাত্রলীগ কর্মী আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার অপমান সইতে না পেরে আত্মহত্যা করে স্মৃতি আক্তার।
আত্মহত্যার আগে ৫ পৃষ্ঠার এক সুইসাইড নোটে তার মৃত্যুর জন্য ওই বখাটেকে দায়ী করে যায় সে। আলম লাকসাম পৌর শহরের রাজঘাট (পশ্চিমগাঁও) এলাকার লাল মিয়ার ছেলে। সে এলাকার চিহিৃত বখাটে ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। সোমবার দুপুরে পুলিশ পৌরসভার পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
লাকসাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাফ উদ্দিন বখাটে আলমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শীর্ষনিউজ/প্রতিনিধি/এসএসআই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন