![]() |
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আল সানি |
দোহা: কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আল সানি বলেছেন, সৌদি আরবের নানামুখী মিথ্যা অভিযোগের জবাব দিতে দিতে তারা ক্লান্ত হয়ে পড়েছেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের অভিযোগ বলেছেন, সৌদি আরবের পবিত্র স্থানগুলো আন্তর্জাতিকীকরণের যে দাবি কাতার করেছে তা দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন আল-আরাবিয়া টেলিভিশন গতকাল রবিবার এই তথ্য জানায়।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের অভিযোগ অস্বীকার করেছে। তিনি সুস্পষ্ট করে বলেন, কাতারের কোনো কর্মকর্তা হজের স্থাপনাগুলোকে আন্তর্জাতিকীকরণের দাবি জানান নি।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিথ্যা তথ্য ও গল্পের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছি অথচ এসবের কোনো ভিত্তি নেই।’
তিনি বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী কাতারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তাকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে যে মন্তব্য করেছেন তার মাধ্যমে পরিষ্কার হয়েছে যে তারা অনমনীয় অবস্থানে রয়েছেন।
এছাড়া, এ বক্তব্যের মাধ্যমে এও পরিষ্কার হচ্ছে যে, চার আরব দেশ কাতারের সঙ্গে চলমান সঙ্কট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন