পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ শরীফ অসৎ প্রমানিত হওয়ায় পাকিস্তান সংবিধানের ৬২ অনুচ্ছেদ মোতাবেক পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে প্রধানমন্ত্রী পদ থেকে অযোগ্য ঘোষনা করায় তিনি নিজেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন।
বিশ্ব তোলপাড় করা পানামা পেপারস কেলেঙ্কারিতে ফাঁস হওয়া বিশ্বের নামিদামি রাষ্ট্রনায়ক, সরকারপ্রধানদের অর্থ পাচারের তালিকায় বাংলাদেশিদেরও নাম রয়েছে।
সে সময় বাংলাদেশেরও ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছিল। কেলেঙ্কারিতে জড়িত এইসব হেভিওয়েট বাংলাদেশিদের ব্যাপারে তখন লোকদেখানো তদন্তও শুরু করেছিল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট- বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বিশ্ব তোলপাড় করা এই কেলেঙ্কারির ঘটনায় তখন বিএফআইইউ ছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক), এনএসআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে নেমেছিল। তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভুঁইয়াকে প্রধান করে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংক তখন বলেছিল, ‘যেসব বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বাংলাদেশও পানামা এগমন্ট গ্রুপের সদস্য। এ কারণে তথ্য সংগ্রহে প্রয়োজনে আন্তর্জাতিক সংগঠন এগমন্ট গ্রুপের সহায়তা নেওয়া হবে।’
যদিও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেছিলেন, ‘পানামা পেপারস কেলেঙ্কারির বিষয়টি নিয়ে বিএফআইইউ কী ধরনের কাজ করছে তা আমার জানা নেই।’
একের পর এক নিত্যনতুন ইস্যু দিয়ে দূর্নীতি ধামাচাপায় সিদ্ধহস্ত আমাদের সরকার কিছুদিনের মধ্যেই বিশ্ব তোলপাড় করা এই কেলেঙ্কারিতে জড়িত স্বদেশী হেভিওয়েটদের কূকর্মকে চিরতরে পর্দার আড়ালে নিয়ে যায়!
এরপর বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর তদন্তের আর কোন খোঁজ পায়নি দেশের হতভাগা জনগন!
দুর্নীতি দমন কমিশন (দুদক), এনএসআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আর কোন কর্মতৎপরতার খবর কেউ জানতে পারেনি!
দুদকের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভুঁইয়ার নেতৃত্বে গঠিত বিশেষ কমিটির তদন্ত রিপোর্টের অদ্যাবধি কোন খোঁজ পাওয়া যায়নি!
বাংলাদেশ ব্যাংক আজও বলতে পারেনি, তারা আন্তর্জাতিক সংগঠন এগমন্ট গ্রুপের সহায়তা নিয়েছে কি না?
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহার মত দেশের জনগণেরও জানা নেই “পানামা পেপারস কেলেঙ্কারির বিষয়টি নিয়ে বিএফআইইউ কী ধরনের কাজ করছে!”
আর অবুঝ বাঙালী–
নওয়াজের পদত্যাগে উজ্জীবিত হয়ে এই ভেবে আশায় বুক বেঁধে বসে আছে, আমাদেরটা সেইরকম কবে করবে………
হায় রে !!!
লেখক : ডক্টর তুহিন মালিক, সুপ্রিম কোর্টের আইনজীবি ও সংবিধান বিশেষজ্ঞ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন