Profile

সোমবার, ৫ জুন, ২০১৭

গুজরাটে ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফির পরিবর্তে দেওয়া হল গরু!


শুনেছিলেন ক্রিকেট থেকে ফুটবল সব খেলাতেই চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি পুরস্কার হিসাবে দিতে। কিন্তু কখনও শুনেছেন ট্রপি হিসাবে গরু পুরস্কার দিতে ? হ্যা, এই রকমই চমকপ্রদক ঘটনা ঘটল গুজরাতের ভাদোদরায়। রাবরি সম্প্রদায়ের পক্ষ থেকে একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। যারা প্রধানত প্রথাগত পদ্ধতি ছেড়ে গরু পুরস্কার হিসাবে প্রদান করার সিদ্ধান্ত নেয়।
দেশজুড়ে গরু হত্যার বিষয়ে বিতর্কের পর সংগঠক গরুর সুরক্ষায় সচেতনতা সৃষ্টি এবং সমাজের মধ্যে এর গুরুত্বের বিষয়টি তুলে ধরার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন, বলেন
টুর্নামেন্টের আয়োজক প্রকাশ রাবরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই যে গরু আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ উপাদান। রাবরী সম্প্রদায় সবসময় গবাদি পশুকে রক্ষা করে কারণ এটি আমাদের জীবিকা।”
এই পুরস্কার বিতরনী অনুষ্ঠানে, ম্যান অফ দ্য মাচ হিসাবে গরু এবং বিজয়ী দলের প্রতিটি সদস্যকে একটি বাছুর দেওয়া হয়েছিল। এদের মধ্যে রাজু নামের এক খেলোয়াড়ের একজন, যিনি রাজ্য সরকারকে গরুকে রক্ষা করার জন্য জাতীয় প্রাণী হিসেবে গরু ঘোষণা করতে চায়।রাজু বলেন, “আমরা চাই যে রাজ্য গরুকে জাতীয় প্রাণী হিসাবে স্বীকৃতি দিক, কেবল তখনই আমরা সেগুলি রক্ষা করতে পারি।”
সুত্র - TDN-বাংলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন