Profile

মঙ্গলবার, ৬ জুন, ২০১৭

সিরিয়ায় মার্কিন হামলায় ২১ বেসামরিক ব্যক্তি নিহত


সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ অধ্যুষিত রাকা শহরের কাছে মার্কিন বিমান হামলায় ২১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া, দামেস্ক বিরোধী একটি জঙ্গি গোষ্ঠী সিরিয়ার একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে। দু’টি খবরই জানিয়েছে কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সোমবার রাকা শহর থেকে পালানোর পথে মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ ওই ২১ বেসামরিক ব্যক্তি নিহত হন। অবজারভেটরির পরিচালক রামি আব্দের রহমান জানান, রাকা শহর থেকে পালিয়ে দজলা নদীর উত্তর তীর ধরে ছোট ছোট নৌকায় করে এসব বেসামরিক ব্যক্তি যখন নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাচ্ছিলেন তখন সেখানে বিমান হামলা হয়। মার্কিন বিমান হামলায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
এ ছাড়া, লন্ডন-ভিত্তিক সংগঠনটি আলাদা খবরে জানিয়েছে, রাজধানী দামেস্ক থেকে ৫০ কিলোমিটার পূর্বে সিরিয়ার সরকারি জঙ্গিবিমানটি বিধ্বস্ত হয়েছে।
মার্কিন-সমর্থিত জেইশ আশ-শরিয়া জঙ্গি গোষ্ঠীর একজন মুখপাত্র জানিয়েছেন, “আমরা দামেস্কের দূরবর্তী তেল দাকওয়া এলাকায় সিরিয়ার একটি জঙ্গিবিমান ভূপাতিত করেছি এবং এর পাইলটকে খুঁজছি। ”তবে জঙ্গি গোষ্ঠীটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জঙ্গিবিমানটির ধ্বংসাবশেষের পাশাপাশি এর পাইলটের দেহাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে।
একটি আলাদা জঙ্গি গোষ্ঠী সম্প্রতি আমেরিকার কাছ থেকে পাওয়া বিমান-বিধ্বংসী রকেট দিয়ে জঙ্গিবিমানটি ভূপাতিত করার দাবি করেছে। #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন